Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক ও অর্থনৈতিক

ভূ-প্রকৃতিঃ

      ভুমিকাঃ বাংলাদেশের সর্ব উত্তরে কুড়িগ্রাম জেলার অর্ন্তগত ফুলবাড়ী উপজেলার মধ্যে একটি ইউনিয়ন বড়ভিটা। ইহা ধরলা নদী দ্বারা ভাঙ্গন ও বন্যা প্লাবিত এলাকা হিসেবে পরিচিত ।

      নাম করণঃ মুরব্বীদের কাছে শোনা যায় যে, এই এলাকাটি নদী অববাহিকায়  হওয়ায় নদী ভাঙ্গা ও গড়ার মধ্যে অনেক উচু মাটির ভিটা জেগে উঠে । প্রথমে এই এলাকাটি উচু ভিটা হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে এলাকাবাসী এর নাম ‍বড়ভিটা হিসেবে নাম করণ করেন।

      ইউনিয়ন প্রতিষ্ঠার সালঃ ১৯৫৮ ইং সালে ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। তৎকালীন চেয়ারম্যান ওছমান আলী সাহেব ইউনিয়ন পরিষদটি পুর্ব ধনীরাম মৌজায় তাহার বাড়ীতে নেন । পরবর্তীতে মরহুম আব্দুস সোবহান মিয়া প্রাত্তন চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় ইউনিয়ন পরিষদটি মধ্য বড়ভিটায় স্থাপিত হয় ।